বিদ্যালয়ের মাটি খুঁড়ে পাওয়া গেল ৩৩ রাউন্ড গুলি

টাঙ্গাইলের ঘাটাইলে বিদ্যালয়ের মাটি খুঁড়ে পাওয়া গেছে ৩৩ রাউন্ড গুলি। আজ বুধবার দুপুরে উপজেলার দিগলকান্দি ইউনিয়নের নাগশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গুলিগুলো উদ্ধার করে পুলিশ। 

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, নাগশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আধাপাকা একটি পরিত্যাক্ত ঘর টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হয়। সেখানে নতুন ভবন নির্মাণের জন্য মাটি খুঁড়তে যান শ্রমিকরা। মাটি খোঁড়ার একপর্যায়ে কাচের বোতলে গুলি দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিগুলো উদ্ধার করে। গুলিগুলো নষ্ট হয়ে গেছে। একটির সঙ্গে আরেকটি লেগে আছে।

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় গুলিগুলো মাটির নিচে পুতে রাখা হয়েছিল। গুলিগুলো থানা হেফাজতে রয়েছে।

Leave a Reply