জামালপুরের ডিসির উদাহরণ সৃষ্টির মতো শাস্তি হবেঃ প্রতিমন্ত্রী

এক নারী অফিস সহকারীর সঙ্গে আপত্তিকর ভিডিও প্রকাশের পর রোববার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয় জামালপুরের ডিসি আহমেদ কবীরকে। অভিযোগ প্রমাণিত হলে সদ্য ওএসডি হওয়া জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরের বিরুদ্ধেউদাহরণ সৃষ্টির মতো শাস্তি হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।রোববার (২৫ আগস্ট) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।প্রতিমন্ত্রী বলেন, ‘অবশ্যই উদাহরণ সৃষ্টি করার মতো পানিশমেন্ট তার হবে।

আমাদের চাকরির বিধানে কঠোর ব্যবস্থা নেয়ার সুযোগ রয়ে গেছে। সেটিই হবে। আমরা খুব দ্রুত একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো।’তিনি বলেন, ‘একটি কমিটি করে সেই কমিটিকে দায়িত্ব দেয়া হবে।কমিটি ভালোভাবে তদন্ত করে, বুঝে, কী ঘটেছে সেখানে, কতটুকু অনৈতিকতা সেখানে হয়েছে, সবকিছু বিচার-বিশ্লেষণ করেই কিন্তু এক্সামপ্লিয়ারি আমরা একটা প্রিম্যাটিক মেজার্স নেব।’

আরও পড়ুন=ভারতের মাটিতে বাংলার কিশোররা আবারও বিধ্বংসী পারফরম্যান্স করল। তাতে উড়ে গেল শ্রীলঙ্কা। ভারতের পশ্চিমবঙ্গের জেলা নদীয়া জেলার কল্যাণী স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৭-১ গোলে জিতেছে বাংলাদেশ। এই জয়ের

ফলে ফাইনালের পথে আরেক কদম এগোল সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়নরা।প্রথমার্ধেই ৩-০ গোলের লিড নেয় লাল-সবুজরা। জোড়া গোল করেন মোহাম্মদ আল-আমিন। অপর গোলটি করেন অধিনায়ক রাকিবুল ইসলাম।পশ্চিমবঙ্গের কল্যাণী স্টেডিয়ামে ৩০ মিনিট পর্যন্ত বাংলাদেশকে আটকে রাখতে পারাটাই শ্রীলঙ্কানদের এদিনের সাফল্য। ৩১ মিনিটে লঙ্কান গোলরক্ষককে দারুণভাবে বোকা বানিয়ে গোলবন্যার সূচনা করেন ফরোয়ার্ড আল আমিন রহমান।

এরপর ম্যাচের ৪২ মিনিটে প্রায় মাঝমাঠ থেকে একা বল নিয়ে প্রতিপক্ষের ডি-বক্সের ভেতরে ঢুকে বাঁ-পায়ের শটে চোখ জুড়ানো গোলে দলকে এগিয়ে দেন রাকিবুল ইসলাম। দুই মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি করেন আল আমিন।এরপর দ্বিতীয়ার্ধে শ্রীলঙ্কার জালে রীতিমত গোলের বন্যা বইয়ে দেন লাল-সবুজদের কিশোররা। ৪৮ মিনিটে হেডে দলের চতুর্থ গোলটি করেন আগের ম্যাচে জোড়া গোল করা ফরোয়ার্ড আল মিরাদ। দুই মিনিট বাদে শ্রীলঙ্কার মিহরান এক গোল শোধ দেন।৫৯ মিনিটে পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন আল আমিন। ৭১ মিনিটে করেন নিজের চতুর্থ গোল।

দুই ম্যাচে এরইমধ্যে ৫ গোল করে উঠে গেছেন গোলদাতাদের শীর্ষ তালিকায়। পরে ৬৭ মিনিটে বদলি ফরোয়ার্ড রাব্বি হোসেন বাংলাদেশের হয়ে যোগ করেছেন আরেকটি গোল। আর এতেই ৭-১ গোলের ব্যবধানে জয় পায় বাংলাদেশ।এর আগে প্রথম ম্যাচে ভুটানকে ৫-২ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশের কিশোররা।উল্লেখ্য, পাঁচ দলের আসরে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হচ্ছে এবারের সাফ। পয়েন্ট তালিকার সেরা দুই দল খেলবে ফাইনালে। প্রথম দুই ম্যাচে জয় পাওয়া বাংলাদেশ নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে, ২৭ আগস্ট। সেই ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখেই ফাইনালে উঠে যাবে বাংলাদেশ।রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে সেরা দুই দল আগামী ৩১ আগস্ট খেলবে ফাইনালে।

Leave a Reply