১৩ হাজার পরীক্ষায় মিলল হাজারো করোনা রোগী

করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ৪৬ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরো ২০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট এক হাজার ১২ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

গত ৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। সে তারিখ থেকে আজ ৩৭ তম দিন। এদিনেই দেশে করোনায় আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন। ব্রিফিংয়ে তিনি

বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ২০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া সাতজন মারা গেছে। নতুন করে কেউ সুস্থ হয়নি।’

তিনি বলেন,গত ২৪ ঘণ্টায় এক হাজার ৯০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া দেশে এ পর্যন্ত ১৩ হাজার ১২৮টি করোনার পরীক্ষা হয়েছে।

Leave a Reply