জয়পুরহাটে ২৫ টন চালসহ আ’লীগ নেতা আট’ক

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর থেকে অবৈধভাবে মজুত রাখা সাড়ে ২৫ টন সরকারি চালসহ গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আল ইসরাইল ওরফে জুবেল (৪৯) কে হাতেনাতে আটক করেছে র‌্যাব।শনিবার রাতে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানানো হয়েছে।আটককৃত গোপীনাথপুর ইউনিয়ন নেতা জুবেল জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর মৃত নজির উদ্দিন আহমেদের ছেলে।র‌্যাব

জানায়, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি অপারেশনাল দল শনিবার বিকাল ৫টার দিকে গোপীনাথপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে আল ইসরাইল ওরফে জুবেলের নিজস্ব গুদামে অবৈধভাবে মজুদকৃত বিভিন্ন প্রকল্পের বরাদ্দকৃত ২৫ হাজার ৪৪০ কেজি সরকারি চালসহ তাকে

হাতেনাতে আটক করা হয় ।প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পের অধীনে বরাদ্দকৃত এই চাল বিভিন্ন অবৈধ উপায়ে সংগ্রহ করে উচ্চ মূল্যে গোপনে বিক্রির উদ্দেশে নিজ গুদামে মজুত করে রেখেছিলেন বলে আটক জুবেল স্বীকার করেছেন।কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদের নেতৃত্বে আটক জুবেলকে আক্কেলপুর থানায় সোপর্দ করে র‌্যাবের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


খাগড়াছড়ির মাটিরাঙা তাইন্দং ইউনিয়নের ইউপি সদস্যের গুদাম থেকে ১৫৮ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে।রোববার সন্ধ্যায় মাটিরাঙার তাইন্দং বাজারে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ।সূত্র জানায়, তাইন্দং ইানিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য জালাল উদ্দিন তার ভাড়া গুদামে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করেছে বলে স্থানীয়রা প্রশাসনকে খবর দেয়।পরে অভিযান চালিয়ে ইউপি সদস্যের গুদাম থেকে ৩০ কেজি

ওজনের ১৫৮ টি বস্তা জব্দ করে।ঐ ঘটনার পর থেকে ইউপি সদস্য জালাল উদ্দিন পলাতক রয়েছেন। এ ব্যাপারে তার কোনো বক্তব্য নেয়া যায়নি।মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা জালাল উদ্দিনের গুদামে অভিযান পরিচালনা করি। এসময় তার গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫৮ বস্তা চাল জব্দ করি। অভিযানের বিষয়টি টের পেয়ে ইউপি সদস্য গা ঢাকা দিয়েছেন। সরকারি চাল মজুদের অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

Leave a Reply