আ. লীগ নেতাদের না জানানোয় কেড়ে নেয়া হল ত্রাণ!

বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের না জানিয়ে ত্রাণ দিতে যাওয়ায় তা বিতরণে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। রোববার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে রামারপুল এলাকায় এ ঘটনা ঘটে।

নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু হাসানাত জাপান জানান, তিনি ত্রাণ বিতরণ করতে গেলে ওই ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেন ভূইয়ার ছেলে নাঈম ভূইয়া আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের নিয়ে বাধা দেন।

কারণ জানতে চাইলে, ত্রাণ বিতরণের খবর ওয়ার্ড আওয়ামী লীগের কেউ আগে কেন জানতে পারলো না এ নিয়ে পাল্টা প্রশ্ন করা হয় চেয়ারম্যানকে। এরপর  ৮৪ প্যাকেট ত্রাণ, বাধাদানকারীরা নিজেদের নিয়ন্ত্রণে নেয় বলে দাবি চেয়ারম্যানের।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন ভূইয়া জানান, কারা ত্রাণ পাওয়ার যোগ্য এবং ত্রাণ ‘মিসইউজ’ হচ্ছে কিনা স্থানীয় আওয়ামীলীগ নেতা হিসেবে তা জানতে চাওয়া বা তদারকি করা অন্যায় নয়। ত্রাণ ছিনতাই করা হয়নি বরং আমরা সুষ্ঠুভাবে সেই ত্রাণগুলো বিতরণ করেছি।

Leave a Reply