পাত্রী হিসেবে আপনারা আমাকে কত দেবেন? প্রশ্ন ভাবনার

অন্তর্জালে তুমুল জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তারকাদের সান্নিধ্যে আসার অভিপ্রায় কার না থাকে। সেই ভাবনা থেকেই কি না, অভিনেত্রী ভাবনা ছুড়ে দিলেন একটি প্রশ্ন, পাত্রী হিসেবে তিনি কেমন? এই লকডাউনে ঘরের কাজকর্ম তো করছেনই। তাঁর যোগ্যতারও কমতি নেই। নানা কাজেই পারঙ্গম এ সুন্দরী।

ব্যতিক্রমধর্মী অভিনয়ের পাশাপাশি ব্যতিক্রম ধারার চিন্তার জন্যও অভিনেত্রী আশনা হাবিব ভাবনার পরিচিতি ব্যাপক। আলোচিত এই অভিনেত্রী প্রায়ই তাঁর দৃষ্টিভঙ্গি শেয়ার করেন সবার সঙ্গে। দারুণ সব ছবি দিয়ে মনোযোগ কাড়েন ভক্তদের। এবার ছবি তো দিলেনই, সঙ্গে জুড়ে দিলেন প্রশ্ন। ব্যাপারটা খুলে বলা যাক।

আজ (১২ মে) নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন ভাবনা। সেখানে তাঁকে খাট জীবাণুমুক্ত করতে দেখা যাচ্ছে। এ সময় তাঁর পরনে ছিল তারকাখচিত টি-শার্ট ও স্কার্ট। ক্যাপশনে ভক্তদের উদ্দেশে ভাবনা লেখেন, ‘পাত্রী হিসেবে আপনারা আমাকে কত দেবেন?’ এরপর তিনি কী কী করতে পারেন তার বর্ণনা দেন। ‘বাড়ির কাজ পারি, নাচ পারি, অভিনয় পারি, ব্রিটিশ ইউনিভার্সিটি পড়ি, লেখালেখি করি, ছবিও আঁকা শুরু করলাম।’

https://www.instagram.com/p/CAFS0LODBXv/?utm_source=ig_embed

যিনি স্বামী হবেন, তাঁকে একটি নিশ্চয়তাও দিয়েছেন ভাবনা। বলেছেন, ‘কিছু না কিছু করে টাকা ইনকাম করতে পারব।’ তবে শর্ত হলো, ‘শুধু রান্নাটা আমার স্বামী যে হবে তাকে করতে হবে।’

ভাবনার প্রশ্ন অনুযায়ী নম্বরও দিচ্ছেন ভক্তরা। এক ভক্ত লিখেছেন, ‘১০০ তে ১০০০। কিন্তু আপু আপনি তো রিলেশনে।’ আরেক ভক্ত লিখেছেন, ‘রান্নাটা বেশি দরকার ছিল।’

আরেক পোস্টে নিজের আঁকা একটি চিত্র প্রকাশ করেন ইনস্টাগ্রামে। সেখানে তিনি জানান, প্রথমবারের মতো তিনি চারকোলে চিত্র এঁকেছেন।

https://www.instagram.com/p/CAF2RsejMOP/?utm_source=ig_embed

অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ আশনা হাবিব ভাবনাকে নিয়ে গেছে অন্য এক উচ্চতায়। তাঁর সাবলীল অভিনয় ভক্ত তো বটেই, সমালোচকদেরও প্রশংসা পেয়েছে। ওপার বাংলার পরমব্রতের বিপরীতে ভাবনার নজরকাড়া অভিনয় দীর্ঘদিন মনে থাকবে সবার। ছোটপর্দায়ও জনপ্রিয় মুখ ভাবনা। তাঁর অভিনীত ‘বুবুন যাবে শশুর বাড়ি, সঙ্গে যাবে কে’, ‘বুবুনের বাসর রাত’, ‘বুবুনের হানিমুন’, ‘বুবুনের সংসার’ দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

লেখক হিসেবেও ভাবনার বেশ যশ রয়েছে। এ পর্যন্ত ‘গুলনেহার’ ও ‘তারা’ নামে তাঁর দুটি উপন্যাস প্রকাশিত হয়েছে।

Leave a Reply