প্রাণ বাঁচাবে, করোনার মৃত্যু ঘটাবে যে মাস্ক

নতুন এক ধরনের মাস্ক তৈরির চেষ্টা করে যাচ্ছেন বিজ্ঞানীরা। এ কাজ অনেকটাই এগিয়ে গেছে বলে জানানো হয়েছে। মূলত করোনা থেকে মানুষের প্রাণ বাঁচানোর উদ্দেশ্যেই এ ধরনের মাস্ক তৈরির কাজ চলছে। বিজ্ঞানীরা বলছেন, তারা এমন ধরনের ফেস মাস্ক আনতে যাচ্ছেন যা করোনাভাইরাসকে মেরে ফেলবে এবং মানুষের জীবন বাঁচাবে। এসব মাস্কে কেমিক্যালের একটি স্তর থাকবে। সেখানে করোনাভাইরাস আটকে যাবে এবং এর মৃত্যু ঘটবে। যুক্তরাষ্ট্রের কেনটাকি বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী নতুন একটি মেডিক্যাল মাস্ক নিয়ে কাজ করছেন। করোনাভাইরাসের গায়ে ‘এস-প্রোটিন’ স্পাইক থাকে। এর মাধ্যমেই এটি মানুষের শরীরে প্রবেশ করে এবং শরীরের বিভিন্ন কোষগুলোতে সংক্রমণ ছড়ায়। বিজ্ঞানীরা বলছেন, নতুন মাস্কের মধ্যে এনজাইমের একটি স্তর থাকবে। এর মাধ্যমে করোনাভাইরাসের প্রোটিন স্পাইক আলাদা হয়ে মারা যাবে। বিজ্ঞানীরা এই মাস্ক নিয়ে খুবই আশাবাদী। তারা বলছেন, যদি তাদের আবিষ্কার সফল হয় তবে কয়েক লাখ স্বাস্থ্যকর্মি এসব মাস্ক ব্যবহার করতে পারবেন। বিশেষ করে যারা সরাসরি করোনায় আক্রান্ত রোগীদের সেবা করছেন তাদের জন্য এই মাস্ক খুবই জরুরি।

Leave a Reply