ফেনী পৌরসভার ৯ কেন্দ্রে একটি ভোটও পাননি বিএনপির প্রার্থী

ফেনী- ফেনী পৌরসভার নির্বাচনে নয়টি কেন্দ্রে বিএনপি মনোনীত প্রার্থী আলাল উদ্দিন কোনো ভোট পাননি।

ঘোষিত বেসরকারি ফলাফল বলছে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজী ৬৯৩০৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী আলাল উদ্দিন পেয়েছেন ১৯৪৯ ভোট।

শনিবার (৩০ জানুয়ারি) রাতে শহরের মিজান রোডে ফেনী জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন পাটওয়ারী ফেনী পৌরসভা নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণ করেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজী পেয়েছেন এক হাজার এক ভোট, ধানের শীষের প্রার্থী আলাল উদ্দিন কোনো ভোট পাননি। মহিপাল সরকারি কলেজ (কমার্স কলেজ) কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ১ হাজার ৬৫৭ ভোট, ধানের শীষের প্রার্থী কোনো ভোট পাননি।

১৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চাড়িপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা পেয়েছে ১ হাজার ৭১৪ ভোট, ধানের শীষ কোনো ভোট পায়নি, ৩ নম্বর ওয়ার্ডের সহদেবপুর খায়রুল এছহাক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ২ হাজার ৮০১ ভোট, ধানের শীষের প্রার্থী কোনো ভোট পাননি, ফেনী বালিকা বিদ্যানিকেতন কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ১ হাজার ৯৮০ ভোট, ধানের শীষের প্রার্থী কোনো ভোট পাননি, ৪ নম্বর ওয়ার্ড বিরিঞ্চি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় (১) কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৯৬২ ভোট, ধানের শীষের প্রার্থী কোনো ভোট পাননি।

বিরিঞ্চি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় (২) কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ১ হাজার ৩৬৩ ভোট, ধানের শীষের প্রার্থী কোনো ভোট পাননি। ৮ নম্বর ওয়ার্ডের বারাহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ১ হাজার ১২ ভোট, ধানের শীষের প্রার্থী কোনো ভোট পাননি এবং ১ নম্বর ওয়ার্ডের ফেনী পিটিআই প্রাইমারি স্কুল কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৯৬২ ভোট, ধানের শীষের প্রার্থী কোনো ভোট পাননি।

বেসরকারিভাবে ঘোষিত আওয়ামী লীগের নৌকা প্রতীকের নজরুল ইসলাম স্বপন মিয়াজী পেয়েছেন ৬৯ হাজার ৩০৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী আলাল উদ্দিন পেয়েছেন ১ হাজার ৯৪৯ ভোট।

এদিকে ফেনী পৌর নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোট বাতিল করে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি।

বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী আলাল উদ্দিন আলালের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিকালে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, দুপুর ১২টা পর্যন্ত ভোটের পরিবেশ ঠিক থাকলেও এরপর থেকে শুরু হতে থাকে কেন্দ্র দখল। বহিরাগতদের মেজবান করে খাইয়ে কেন্দ্র দখল করতে থাকে সরকার দলীয়রা।

বাহার বলেন, কোনো কেন্দ্রেই ধানের শীষ প্রতীকের প্রার্থীদের ঢুকতে দেওয়া হয়নি, মার’ধর করে বের করে দেওয়া হয়েছে। ১৪ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর তাজুল ইসলাম পাভেলকে পি’টিয়ে পানিতে ফেলে দেওয়া হয়েছে।

তিনি অভিযোগ করেন, বার বার প্রশাসনকে জানানো হলেও প্রশাসন ব্যবস্থা নেয়নি। প্রতি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট থাকলেও তাদের কারোর দেখা মেলেনি। তাদের ফোনে ফোন গেলেও তারা রিসিভ করেননি।

বাহার বলেন, একটি পত্রিকার নামে ২শ’র বেশি মানুষকে নির্বাচন পর্যবেক্ষণ কার্ড দেওয়া হয়। এসব কার্ডধারীরা কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ভোট কারচুপি করেন।

‘প্রশাসনের ওপর ভর করে জনগণের সঙ্গে প্রতারণা করে কারচুপির নির্বাচন করা হয়েছে। আমরা এ নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচনের দাবি করছি’ বলেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার।

Leave a Reply