৭ কলেজ বাতিলের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন

অধিভুক্তি থেকে সরকারি সাত কলেজকে বাদ দেয়ার দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার সকালে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনগুলোতে তালা ঝুলিয়ে দেয় তারা। 

আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ভবন, প্রক্টর অফিস, কলা ভবনসহ অন্যান্য ভবনে তালা লাগিয়ে দেয়। এসব ভবনের সামনে অধিভুক্তি বাতিলের দাবিতে শ্লোগান দেয় আন্দোলনকারীরা। পরে একই দাবিতে পুরো ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে তারা।

আন্দোলনকারীরা জানায়, সাত কলেজের অধিভুক্তি বাতিলের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের একাংশের আন্দোলনের কারণে সকালে ক্লাস করতে এসে ফিরে গেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

গত ১৭ই জুলাই সাতটি কলেজ বাতিলের দাবিতে ও ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি থেকে সরকারি সাত কলেজকে বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন ঢাবি শিক্ষার্থীরা।

এর আগে পরীক্ষায় গণহারে ফেল করানোর প্রতিবাদে ও সঠিক সময়ে ফল প্রকাশের দাবিতে একাধিকবার সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেন সাত কলেজের শিক্ষার্থীরা।

Leave a Reply