জেলখানাতেই বিএনপি নেতার মৃত্যু

তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার রেলবহরে গুলিবর্ষণের ঘটনায় দণ্ডপ্রাপ্ত আসামি কারাবন্দি ঈশ্বরদী পৌর বিএনপি নেতা আব্দুল হাকিম পিনুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সই করা এক বিবৃতিতে তিনি এ শোক জানান।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘ঈশ্বরদী পৌর বিএনপি নেতা আব্দুল হাকিম পিনুর মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত হয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী ও ঈশ্বরদী পৌর বিএনপি’র নেতা মরহুম আব্দুল হাকিম পিনু স্থানীয় বিএনপিকে সুসংগঠিত করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তিনি মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সব স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন ও লড়াই সংগ্রামে যে ভূমিকা পালন করেছিলেন তা স্থানীয় বিএনপি নেতাকর্মীরা চিরকাল স্মরণ রাখবে।’

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে পিনু’র নিরলস অংশগ্রহণ এলাকাবাসীর কাছে তাকে একজন নিবেদিতপ্রাণ, ত্যাগী ও আদর্শবাদী নেতা হিসেবে সম্মানিত করেছিল উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমান জুলুমবাজ সরকারের ধারাবাহিক জুলুম-নির্যাতন ও নিপীড়নে গ্রেফতার বিএনপি নেতাকর্মীরা একের পর এক কারাগারে বিনাচিকিৎসায় মৃত্যুবরণ করছেন। সরকারি অত্যাচারের এটি আরেকটি ডাইমেনশন। কারাগারে বিএনপি নেতাকর্মীদের মৃত্যুর হিড়িক চলছে। সরকারি নির্যাতন ও কারা কর্তৃপক্ষের অবহেলার কারণে কারাগারে বিএনপি’র অসুস্থ নেতাকর্মীদের অহরহ মৃত্যু সংঘটিত হচ্ছে। বিএনপিকে নিশ্চিহ্ন করার এটি একটি নতুন অধ্যায়, যা জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। কারাগারে বিএনপি নেতাকর্মীদের মৃত্যুর জন্য বর্তমান সরকারই দায়ী।’

‘আমি আব্দুল হাকিম পিনু’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি,’ বলেন মির্জা ফখরুল।

কারাবন্দি বিএনপি নেতার মৃত্যুতে শোক জানালেন ফখরুল

Leave a Reply