প্রয়োজন পড়লে পাকিস্তানে ঢুকে মা রব : ভারতীয় সেনাপ্রধান

সার্জিক্যাল স্ট্রাইকের তিন বছর পূর্তি হয়েছে। পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনা কমেনি বরং বেড়েছে।

এবার ফের একবার সীমান্ত পার হয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেন ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত। সোমবার স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত বলেন, অনেক লুকোচুরি খেলা হয়েছে। প্রয়োজন পড়লে সীমান্ত পেরিয়ে ঢুকে মারব।
এতবড় হুঁশিয়ারি আগে পায়নি পাকিস্তান। ফলে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ পাকিস্তানকেই দায়ী করে সেনাপ্রধান বলেন, ‘ভারত সরকার জম্মু-কাশ্মীরের ওপর থেকে ৩৭০ ধারা বিলোপ করার পর থেকেই জেহাদ ঘোষণা করেছে ইসলামাবাদ। পাকিস্তান ভারতের সঙ্গে ছায়াযুদ্ধ চালাচ্ছে। আমরা বেশিদিন তা বরদাস্ত করব না।’‌

Leave a Reply