টিকার তালিকা আমার নাম নেই কেনঃ ফখরুল

সরকারের মন্ত্রী ও সমাজের উচ্চশ্রেণি মানুষের জন্য ভ্যাকসিনের তালিকা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। 

বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, করোনার টিকা সংগ্রহ ও বিতরণে সরকারের সুনির্দিষ্ট কোনো কর্মপরিকল্পনা নেই। ভ্যাকসিন সংগ্রহ, মূল্য ও বিতরণ পদ্ধতি সম্পর্কে পরিপূর্ণ রোডম্যাপ দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সরকারের মন্ত্রী বলছেন ভ্যাকসিনের দাম পড়বে ৪২৬ টাকা। এই টাকা সরকার পরিশোধে করবে নাকি জনগণকেই দিতে হবে তা পরিস্কার করা হচ্ছে না। সরকারের পক্ষ থেকে দেশে করোনার সংক্রমণ ও মৃতের সংখ্যা যা বলা হচ্ছে, তা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন ফখরুল।

নিত্যপ্রয়ােজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে দাবি করে আগামী ৭ই জানুয়ারি সারাদেশে থানায় থানায় মানববন্ধন কর্মসূচি
ঘােষণা করেন মির্জা ফখরুল।

এছাড়া পৌরসভা নির্বাচনে ইভিএম মেশিনে কারচুপির অভিযাগে তোলেন বিএনপি মহাসচিব। নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে ১০ই জানুয়ারি সারাদেশে পৌরসভা ও মহানগরে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয় সংবাদ সম্মেলন থেকে।

Leave a Reply