জুয়া খেলতে গিয়ে যুবলীগ নেতা গ্রেফতার

বগুড়া ডিবি পুলিশ ধুনটের একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে পৌর যুবলীগের সভাপতি সোহরাব আলীসহ (৩৮) ২৪ জুয়াড়িকে গ্রেফাতার করেছে।

রোববার সন্ধ্যার পর তাদের গ্রেফতার করা হয়। সোমবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছে।

গ্রেফতারকৃত অন্যরা হলেন উপজেলা যুবলীগের সহ-সম্পাদক সুজন শেখ (৩৬), যুবলীগ নেতা ইউনুস আলী (৩৫), স্বেচ্ছাসেবক লীগ নেতা মজনু মণ্ডল (৩০), ধুনট সরকারি এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগারিক পশ্চিম ভরনশাহী গ্রামের হাসান খুসরু খান নুপুর (৩৫), সরকারপাড়া গ্রামের শংকর সাহা (৬০), পশ্চিম ভরনশাহী গ্রামের আবুল কালাম (৩৫), একই গ্রামের মশিউর রহমান মশি (৩৬), জাহাঙ্গীর আলম (৩২), বাদশা মিয়া (৫০), আজাদ মন্ডল (৩২), বেলকুচি গ্রামের আবু ওয়ারেস (৩৮), মন্টু সরকার (৪০), চরপাড়া গ্রামের নাদু সেখ (৩৫), সদরপাড়া গ্রামের দুদু প্রামানিক (৪০), আব্দুর রাজ্জাক (৩৫), চালাপাড়া গ্রামের আমির হোসেন (৫০), পিয়ার আলী (৪৮), আব্দুর রাজ্জাক (৪২), অফিসারপাড়ার রমজান আলী (৪০), জিঞ্জিরতলা গ্রামের মিজান সেখ (৩৬), সাঘাটিয়া গ্রামের হারান আলী (৪৫), চৌবাড়িয়া গ্রামের সাদেক আলী (৩৪) ও পূর্বভরনশাহী গ্রামের ইসমাইল হোসেন (৪৫)।

জুয়ার আসর থেকে আটককৃতরা

বগুড়া ডিবি পুলিশের পরিদর্শক আসলাম আলী জানান, একটি চক্র ধুনট সরকারি এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ সংলগ্ন একটি ঘরে দীর্ঘদিন যাবত জুয়ার আসর চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যার পর ওই জুয়ার আসরে অভিযান চালানো হয়।

তিনি বলেন, সেখান থেকে ২৪ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছে জুয়ার বিভিন্ন সরঞ্জাম ও নগদ ২০ হাজার টাকা পাওয়া গেছে। সোমবার ডিবির এসআই সোহেল রানা তাদের বিরুদ্ধে মামলা করেছেন। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply