বিচারপতিদের বিচার শুরু, কিন্তু বিচার করবে কে?

দুর্নীতির অভিযোগে হাইকোর্টের তিন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এই তিন বিচারপতি হলেন, বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ কে জহুরুল হক। একই সঙ্গে, তদন্তের স্বার্থে তাদেরকে সব ধরনের বিচারকাজ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।

এদের মধ্যে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী বেশ কয়েকমাস ধরেই বিচারকাজে অংশ নিচ্ছেন না। আর অসুস্থতার কারণে বিচারপতি কাজী রেজাউল হক ছুটিতে আছেন। তবে, তাদের বিরুদ্ধে তদন্ত সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি।

এ বিষয়ে, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বিষয়টি রাষ্ট্রপতির ও প্রধান বিচারপতির এখতিয়ার উল্লেখ করে কোন মন্তব্য করতে রাজি হননি।

Leave a Reply