মোটরসাইকেলের সিটের নিচে সাড়ে ৪ হাজার ইয়াবা

আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে অভিনব কৌশলে মোটরসাইকেলের সিটের নিয়ে লুকানো হয়েছিল সাড়ে ৪ হাজার পিস ইয়াবা। কৌশল অবলম্বন করলেও এসব ইয়াবা নিয়ে যাওয়ার পথে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের হাতে গ্রেফতার হন দুই মাদক ব্যবসায়ী। তাদের কাছ থেকে ব্যাগে করে বহন করা ৪ কেজি গাঁজাও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন ঠাকুরদীঘির বাজার থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-৭।

গ্রেফতার দুইজন হলো- জোরারগঞ্জ থানাধীন সিজি এলাকার নুরুজ্জামানের ছেলে মো. আশরাফুজ্জামান প্রকাশ শিবলু (৪২) ও ইসলামপুর এলাকার জামশেদ আলমের ছেলে মো. জায়েদুল ইসলাম (৩০)।

তাদের কাছ থেকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজা উদ্ধার করে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে বলে বাংলানিউজকে জানান র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহামুদুল হাসান মামুন।

মো. মাহমুদুল হাসান মামুন বলেন, গ্রেফতার দুইজন মাদক ব্যবসায়ী। তারা চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছিলেন। গ্রেফতার আসামি আশরাফুজ্জামানের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে। তাদের সঙ্গে মাদক ব্যবসায় জড়িত আরও একজন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply